কতোকাল কেটে গেছে সুখে-দুখে, আনন্দ বিহারে;
হিসেব করেনি তার। চেয়ে আছি হৃদয় দুয়ার
খুলে; কবে চলে যাবো অজানায়, প্রজাপতি হয়ে।
তুমুল বৃষ্টির দিনে ছুটোছুটি, কাদা-জল মাঠে
বিস্ময়কর বালক! দল বেঁধে ফুটবল খেলে,
উদোম নদীর জলে দাপদাপি, জলকেলি করে,
খা খা রোদ্দুরের দিনে ক্লান্তিহীন লাটিম ঘুরিয়ে;
কতোকাল চলে গেছে আজও তার হিসেব করিনি।
অনুভবে বুঝি গেছি, আ্মাদের আনন্দ সময়
হারিয়ে গিয়েছে সব, শত সমস্যার সংসারের
যাঁতাকলে পিষ্ট হয়ে। তাই, আজ অশান্ত জীবন
নিয়ে অশ্রুর পাথারে তরী বাই বদ্ধজল বিলে।
সুখ নেই, সুখ নেই; সুখ চাই, সুখ চাই বলে,
ছুটে চলি, ছুটে চলি অজানায়, অদ্ভুত কৌশলে।
২৮/০৬/২০২৩
মিরপুর, ঢাকা।