কথা বলো মৃদু স্বরে, প্রথম জানাও সম্ভাষণ,
গাধার মতোন চিৎকারেতে বলো নাকো সবকথন।
সতর্কতায় কথা বলো- উত্তম এবং সুন্দরে,
কথা শুনে তোমার প্রতি শ্রবণকারীর প্রেম ঝরে।
বাজে কথা বলো নাকো মিছেমিছি অনর্থক,
অর্থবিহীন নোংরা কথায় করো নাকো বকরবক।
কথা বলো ধীরে সুস্থে, বুদ্ধিদীপ্ত সর্বদা,
দেখবে তখন বেড়ে যাবে তোমার অনেক মর্যাদা।
সত্য কথা পাপ মুছে নেয়, মিথ্যে কথায় করলে ছল,
অবিশ্বাসীর অপরাধে ঝরবে তোমার অশ্রুজল।
কথা-কাজে সত্য যারা, তারাই হলেন ঈমানদার,
তাঁদের জন্য খোলা থাকে সবখানেতে বন্ধ দ্বার।
হাসিমুখে বললে কথা শত্রুরাও বন্ধু হয়,
কথার প্যাচে জিতে গেলেই, বহুত জ্ঞানী! সত্য নয়।
মূর্খ এবং বোকার সাথে কথা বলা নয় উচিত,
ভেবেচিন্তে বললে কথা তখন হবে তোমার জিত।

২৯/০৫/২০২৩
শাহবাগ ঢাকা