কালের বিচার করবে যে কাল;
হইস নারে মন বেসামাল।
তুলাদণ্ডে খণ্ডে খণ্ডে
করবে ওজন মহাকাল॥

রতি পরিমাণের ভালো
জ্বালবে সেথায় তীব্র আলো,
দূরিভূত করবে কালো
ছিঁড়ে অন্ধকারের জাল॥

একবার ভাবো মনে মনে
ছিলে কোথায়, কোন গগনে?
আবার এলে কোন কাননে?
হইলে ভীষণ উন্মাতাল॥

অর্জনে বর্জন হলে
পড়বে মহাকালের কলে;
কাজ হবে না কোনই ছলে,
কাল বলে তা' চিরকাল॥

২৯/০৪/২০২৩
মিরপুর, ঢাকা।
(গীতি কবিতা)