তোমার অশ্রু দেখেছি, ব্যথার চিৎকার শুনেছি।
যোজন সময়ে একাকীত্ব ব্যকরণ বুঝেছি।
শুনেছি স্বপ্ন কথা, গল্পে ধৈর্য ছিলো বাস্তবতা।
বিয়োজনের যোজনে রয়েছে স্বপ্নের পূর্ণতা।
আকাশ দেখেছো উদারতায় ভরা কান্না চোখে
কষ্ট বুনেছ তাঁতির কথা মালায় দেবদারু বৃক্ষে
অথচ খুব বেশী গভীরে ছিলোনা আনন্দ ছন্দ
নিকটে ফিরে পেয়ে হেলায় হারিয়ে ঘুমাচ্ছো।
আকুতি আকাঙ্ক্ষা খুব বেশি ছিলো না জানি,
তবে মনটা ছিলো খানদানি নজরানায় এক আমি।
সমসময়ে দু'জনার ভুল কেড়ে নিলো সবটাই দামী।
তবু শূন্যতায় তোমাতে রয়েছি অদেখা এই আমি।