বলতে পারো,
কতোটা ব্যাথা সহে,
চোখের জলে হয় যমুনা?
কতটা আঘাত নিয়ে,
জলের স্রোতে হয় মোহনা?
বলতে পারো,
কতশত স্বপ্ন হারালে,
ভেঙ্গে যায় সৃষ্টির খেলাঘর?
কতোটা করুণ সুরেে,
সৃষ্টি হয় ধূ-ধূ বালুচর?
হয়তো দিবে কিছুটা আশ্বাস।
বলতে পারো,
আপন শ্বাসের আছে কী বিশ্বাস?
হয়তো দেখাবে স্বপ্ন,
রূপককথার সেই রাজত্ব।
বলতে পারো,
কতটা সৃষ্টিভাঙ্গা ঝড়ে,পদচিহ্ন ধরে,
বিলিনতা খুজে আরো অতলে?
কতটা নির্বাক হলে,
শুভ্র কাঁশফুল হারায় রক্তিম আবরনে???