বিজয়,
তুমি তো দুঃখ হয়েই রইলে
কারোর হলে, কারোর হলে না।
যাদের হলে, তাদের কেউই
ঠিক তোমায় বুঝতে পারলো না।
তুমি অনেককিছুই হতে পারতে
কিন্তু অনেককিছুই হলে না।
তুমি উপলক্ষ হলে ঠিকই,
কিন্তু তোমায় ধারণ করা গেল না।
তুমি পোস্টারে আঁকা হলে,
অক্ষরে লেখাও হলে,
গানে গাওয়া হলে,
কিন্তু হৃদয়ে রইলে না।
তুমি মুখের বুলি হলে,
বছরান্তে ফিরেও এলে,
উৎসবমুখর হলে,
কিন্তু স্বাধীন হলে না।
................................
................................
সামনে তুমি সব হবে
ফিরে পাবে সবকিছু
যদি ভাবতে পারি এতদূর,
রাখতে পারি এই আশা
তবেই তুমি পূর্ণ হবে,
হবে বঞ্চিতের সুখ
আর শোষিতের ভালোবাসা।
ইতি,
তোমায় দেখতে না পাওয়া কেউ একজন