"মেয়েটি তখনো আমার প্রেমিকা হয়ে উঠেনি
নিঃশব্দ তুষারপাতের ঘনিষ্ঠ সাঁতারে উবে গেছে সবটুকু নীল
অধরা পাখির প্রেমে তখনো আমি তাহার প্রেমিক।
আমার কবিতারা তখনো ধুলোয় শুয়ে ছিলো
এঁকেছিলে পাহাড়ের ছবি।
মেয়েটি ছবি ভালোবাসতো, ভালোবাসতো কবিতা
আমাদের প্রথম ইতিকথা
স্বপ্নের দলিলে
কাঁটচাপা ফুল,
নীল খাম।
মেয়েটির শুশ্রূষা পেয়ে চারাগাছ হয়েছিলো বৃক্ষ
শব্দ হয়েছিলো ছন্দ
ছন্দ হয়েছিলো কবিতা,
পাখি হয়েছিলো কলরব
মোম হয়েছিলো দীর্ঘস্থায়ী আলো,
প্রেম হয়েছিলো মানবীলতা ,
তখন মেয়েটি আমার কবিতা হয়েছিলো
আমার ছবি হয়েছিল
হয়েছিল আমার প্রেমিকা ।।"