যতটা ভালোবাসো, ততটা ভালোবাসায় ভালোবেসে দেহের প্রয়োজন নেই
কিছুটা শাসন, কিছুটা বারণ লক্ষ্মী প্রতীমার হৃদয় প্রদীপ চাই
কিছুটা আবেগ, কিছু বাস্তবতা, সহজ আর গরল হও।
এতটা আপণ হয়ে খুব করে এতো কাছে আসার কোন প্রয়োজন নেই, প্রয়োজন নেই ।
চাই প্রত্যাখান করার মত সমস্ত অধিকার নিয়ে আমায় ভালোবাসো।
চাই, কাঁদতে জানো, প্রাণ খুলে হাসতে আর একা এক হয়ে বাঁচতে শেখারও শেখো।
অতটা আমার শ্বাসে তোমার বাঁচার নিশ্বাস খোঁজার প্রয়োজন নেই, প্রয়োজন নেই ।
আমার বক্ষে পুরোটা জায়গা জুড়ে থাকায় আশায় স্বপ্নে রাত বিভর করো না।
শরীর প্রেমে কিছুটা সজাগ হও।
নচেৎ তোমার জিন্দা লাশের পঁচা-গলা গন্ধ কেউ পাবো না।
অতটা মৌ মৌ আসক্ত হয়ে কামনায় উত্তেজিত হতে নেই
মাংসের ক্ষুধায় অমানুষ, জানোয়ার হওয়া খুব 'ই সহজ।
তেমনি শরীর ছোঁয়া যতটা সহজ ততটা হৃদয় ছোঁয়া সহজ না।
যতটা হুক বা পায়জামার ফিতা খোলা সহজ ! ততটা সুখের গরজ পাওয়া সহজ না, সহজ না ।
অন্ধ ভালোবাসায় একেবারেই মেরুদন্ডহীন হতে নেই।
স্বর্গীয় প্রেমে বিস্বাদ সিন্ধুও বিদ্যমান।

০৩/১০/১৮

নারায়নগঞ্জ