আছি শেষের পথে ব্যাথা নিয়ে সুখ ভুলে ,
প্রতীক্ষার দাঁড় কাকের মতন কারোর হৃদয় মাস্তুলে।
জানি,পূজো পাই রাশি রাশি মম মন্দিরে গাঢ় থেকে গাঢ়
আমি চাই, আমিটা পূজো পাক আরো থেকে আরও।

#ভালোবাসা