তোর আমন্ত্রনে সইবো সব কষ্ট বুক পেতে,
আরো একবার রাজী আমি রাজী ঝুঁকি নিতে।

বুকের খাঁচায় রাখবো পুষে তোর সকল সুখ,
তোর হাসিতেই বিমুখ হবে আমার সুখের অসুখ।

চোখের জলে  করবে খেলা তোর সংবিধান,
তোর চাওয়াতে বিলীয়ে দেবো সকল অভিমান।

তোর আঁচরে হবে ক্ষত হাঁতড়ে দেখিস,
ভালো না বাসলেও তবু স্মৃতিতে রাখিস


০৮-০২-১৯