তুমি কী জানো ?
কত একাকীত্ব নিঃসঙ্গ করেছে আমায় ?
তুমি হীনা কত হাসি মুখ কত অভিনয় ?
কতটা ব্যথায় ব্যথিত আমি ;
তোমায় বিনা জীবন - জীবন-ই সেতো নয় ।
তুমি কী জানো ?
আমার কোন স্বার্থ ছিল না ;
ভালবাসার চাওয়া পাওয়াতে...
চাইনি কখনও দুঃখ পাও;
ভুলেও ভুল করিনি তোমার অশ্রু ঝড়াতে।
তুমি কী জানো ?
আজও কত অশ্রু ঝরে;
তুমি চলে যাওয়াতে....?
তুমি বিহীন কষ্ট গুলো অবাধে আসে ;
আমার হৃদয় পাড়ায় বেড়াতে ....।
তুমি কী জানো?
কত নিশি নিঃস্তব্ধ হৃদয় ;
আজ এই আঁধার রাতে... ?
কতটা বিরহ আমার ;
তুমি ছাড়া আমার মন পাড়াতে ?
24-11-16