থেকে গেলে স্মৃতির পিঠে
থেকে গেলে মনে
শূন্যতারই খেয়াল হলে
কাঁদিয়ে নির্জনে।

থেকে গেলে দিবা নিশি
থেকে গেলে কায়ায়,
নানা ব্যথার শিকড় হলে
ভালোবাসার মায়ায়।

থেকে গেলে অধরায় আর
থেকে গেলে কুয়াশায়,
কালো মেঘের পাহাড় হলে
হৃদয় ছোঁয়ার আশায়।

থেকে গেলে দূর বহুদুর আর
দুঃখ তেপান্তর ,
হৃদয় পুড়ে দিয়ে গেলে
শত কষ্টের ঝড় ।

12-07-18