আচ্ছা ফের ঘুমিয়ে গেলাম....
জেগে উঠবো তোমার স্বপ্নের রং তুলির আঁচড় হবার জন্য।
চৌকোস চৌকাঠে বিশ্বাসী অন্তরায়-
তোমার শিল্পকলায় একটা নীল আকাশ হতে চাই।
আকাশের বুকে - রাতে চাঁদ, দিনে রবি রশ্মি হতে চাই।
আমি একটা দীর্ঘ শ্বাসের শান্ত হুঙ্কার হতে চাই।
হাসি মুখের পদ্ম ফোঁটা প্রভাত হতে চাই।
খুব পেয়ে বসা রাত ভরা ঘুম হতে চাই।
আমি এহো শতাব্দির ঘুমের পশরা সাজিয়ে তোমার মাঝে বিলীন হতে চাই।
আমি তোমাকে একান্ত করেই চাই আমার বিরহের সমাপ্তি রেখায় ...।


২৯-১১-২০১৮
নারায়ণগঞ্জ