এমন তো না, জীবন মানেই যে যন্ত্রণা তার জন্য মরে যাচ্ছি
কিংবা কষ্টগুলোকে মুক্তি দিতে আত্মহুতির পরিক্রমা চালাচ্ছি
এসব জ্বালা যন্ত্রণা বেশ মানিয়ে নিয়েছি জীবনে
কিন্তু নানাবিদ সমস্যায় জর্জড়িত এই জীবনে তুমি যখন আর কোন খোঁজ রাখো না
কেমন আছি জানার তোয়াক্কা করো না
তখন আমার দোজখ হয়, তখন আমার দোজখ হয় ।
এমন তো না, ঘুরতে গিয়ে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল না গলিয়ে হাঁটলে
কিংবা মোটর বাইকে ড্রাইভিং এর সময় খুব কাছে এসে কোমড় চেপে না বসলে আমার দোজখ হয়,
এসব লোক দেখানো প্রেম পছন্দ না আমার।
কিন্তু সারাদিন সময় দিয়ে, শেষে যখন আর মুচকী মায়াবী হাসিটা আমার জন্য উৎস্বর্গ করো না,
ভালো থেকো। উৎকণ্ঠার সহিত-আবার কবে দেখা হবে
যাবার সময় এমন মন খারাপ করে আর যখন বলো না
তখন আমার দোজখ হয় তখন আমার দোজখ হয়।
এমন তো না প্রতিদিন ঠোঁটে ঠোঁট রেখে , চোখে চোখ রেখে
দুটি বুক চিবুক এক করে ঘন তীব্র শ্বাসের যোজন যোজন খুব করে মিলনের ইচ্ছায় আমার দোজখ হয় !
কিংবা মধ্যরাতে মিষ্টি কিছু স্বপ্নজাল বুনার গল্প না শুনালে , ছাদে বসে তারা না গুনলে, ফাল্গুনে হলুদ শাড়ি না পড়লে , বৈশাখে বৈশাখী শাড়ি পড়ে কপালে লাল বা কালো টিপ না পড়লে আমার দোজখ হয় !
ওমন শারীরীক মিলন ছাড়া আর নানারকম বাহারী সাজগোজে তোমার তেমন একটা আগ্রহ না থাকলে আমার বউটাকে সাদামাটা আর্টে দেখতে মোটের আমার খারাপ লাগে না।
কিংন্তু বড্ড বেশি অভিমানে সব গুছিয়ে পথ আটকানোর পরেও যখন বাপের বাড়িতে চলে যাও,
দূরত্বটাকে আরও গাঢ় করে আমার দেয়া চিঠির কোন প্রতিউত্তর না দিয়ে মন খারাপ দেশে চলে যাও
তখন আমার দোজখ হয়, তখন আমার দোজখ হয় ।
Rabiul Islam Rabby
নারায়নগঞ্জ
14-1018