.
হাসিমুখটা অনেক অনেক মায়াবতী তোমার
স্পেশাল লাগে এলোমেলো চুলে আর কিছুটা অগোছালোতেই
খুনসুটিগুলোও অন্যতম প্রধান অংশ এই প্রেমের অধ্যয়নে
তোমার কিউট পাগলামোগুলোও কখনও কখনও বিরাট একটা শূন্যতা তৈরি করে
করুক। এসব আমি দিব্যি মেনে নিতে শিখে গেছি
কিন্তু, কথার মাঝখানে হঠাতই যখন প্রচণ্ড কেঁদে ওঠো দুঃচিন্তায়
বুক ভেজাও নোনা জলে আমাকে হারাবার ভয়ে
তখন আমার দোজখ হয়, তখন আমার দোজখ হয় !
এই শোনে,তোমার মাঝে কোনো ভিন্নতাই দেখতে চাইনা
মানিয়ে চলো যুগের সাথা তবে মৌলিকতা বজায় রেখেই
তুমি আমার হয়েই রও পুরনো স্বভাবেই
কিন্তু,যখন তুমি হঠাৎ অস্বাভাবিক আচরণ করো
যখন মনে হয়, এই সেই তুমি কেনো অচেনা হলে !
তখন আমার দোজখ হয়, তখন আমার দোজখ হয় !
এই যে শত শত মাইল দূরত্ব তোমার-আমার মাঝে
তাতে কি মোটেও দূরত্ব অনুভব হয় !
মেসেঞ্জার,ইমু বা ফোন কলে আমরা চুটিয়ে প্রেম করি
দুরত্ব তো হার মেনেছে মনে মনে মিলনে
কিন্তু , এত এত প্রেমের মাঝে যখন তুমি মোটেও রাগ করো না
বারবার সরি বলে তোমার কোনো অভিমান ভাঙাতে হয় না
তখন আমার দোজখ হয়, তখন আমার দোজখ হয়।
09-10-18