.
যা , তোকে আমার জন্য আজীবন মুলতুবি ঘোষণা করলাম
স্মৃতির নীল খামে, শক্ত ফিতার বাঁধনে, তুলে রাখলাম তোর ফাইল।
তোর জন্য বসাবো না এ হৃদয় পাড়ায় আর কোন আদালত।
আর কোন আরজি হবে নতুন কোন শুনানির ।
হবে না আর কোন নতুন করে উচ্চ আদালতে আপিলের সুযোগ।
আমাকে জেতার জন্য বদলাতে হবে না আর কোনো উকিল মশাই।
চা, পান, সিগারেটে আর হবে না তোর খরচ।
ঢালতে হবে না আর কোন মোটা অঙ্কের টাকা।
শিখতে হবে না আর কোন মিথ্যে কৌশল।
আর করতে হবে না আমার জন্য কোর্ট পাড়ায় এদ্বার ওদ্বার করে জুতো ক্ষয়।
আমার কোর্টে , তারিখে তারিখে আর দিতে হবে না কোন রকম মিথ্যে হাজিরা
অভিযোগে আক্রান্ত মামলাটা এগিয়ে নেবার জন্য বরাদ্দ হবে না আর কোন টাইম পিটিশন।
পিড়িতির এই রায়ের জন্য আর করতে হবে না কোন অপেক্ষা
যা ,উকিল বাবুর মতই মনের চোখে পড়লাম পাষাণ কালো কোর্টের একটা আবারণ।
যা তোকে মুলতুবি ঘোষণা করলাম ...আজীবন মুলতুবি ঘোষণা করলাম ।
Rabiul Islam Rabby