তুমিময় চারিদিক আনন্দিত-
প্রেম করছে খেলা,
শুনবে হঠাৎ,তুমিহীন অপমৃত্যু আমার -
আমিতে ঘটিছে সাঙ্গমেলা ।
তুমিময় জীবন তো আমার ধূধু করা -
উত্তাল সমুদ্রে শান্ত জোয়ার ,
আবার তুমিহীন লন্ডভন্ড তান্ডব;
ঠুনকো কাঁচে গড়া ভালোবাসার হৃদয় দুয়ার ।
তুমিময়, এ হৃদয় প্রাণফাঁটা রৌদ্রে -
নিগাঢ় তৃষ্ণাতেও পিপাসা বিহীন,
আবার ,যন্ত্রণার জোয়ার ফেঁপে ফুলে উঠবে সারা অঙ্গ আচমকা ;
যখন তখন আমার আমি, হয়ে পরলে তুমিহীন।
তুমিময়ের আলতো ঠোঁটের চুম্বন-
গোটা পৃথিবীর অনন্য এক সুখের সাত কাহন,
তুমিহীন বড্ড নিবিড়ে নিপীড়িত দগ্ধ হবো আমি-
বেপরোয়ায় পোড়াবে আমায় দাউ দাউ তুমিহীনতার'ই দৃঢ় দাহন।
তুমিময় আমার আকাশে রোজ -
অসীম জ্যোৎস্না স্নানে বিমুগ্ধ,
তুমিহীন বিষন্নতায় ভিষণ ক্ষুব্ধ হয়ে -
গড়বো বিশ্ব প্রেমিকের প্রথম মহা যুদ্ধ যজ্ঞ।
এ জীবনে তুমিময়ের ঐ হৃদয়-
ঠিক যেন ,শাহ্জাহানের ভালোবাসা সর্বসেরা উপহার "তাজমহল" ,
তুমিহীন নিঃস্ব বিলীন হবো একাকার-
অবলিলায় অনিমেষ ঝরবে আমাতে রক্ত অশ্রু অনল।
01-11-17
নারায়নগঞ্জ