আমাকে আমার কাছে না চেয়ে ঈশ্বরের কাছে চাও।
আমি হয়তো কেবল আমার নিথর দেহটাই তোমাকে সপে দিতে পারি ।
কিন্তু , তাতে যদি প্রাণ না থাকে ! প্রাণের স্পন্দন না থাকে !
হটাৎ ই যদি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় ?
বিবেকবোধ যদি বিধাতার বিধি-নিষেধ তোয়াক্কা না করে ?
দোজখ যদি ভয়ের কারণ না হয় তোমাকে আপন করে পাবার পর ?
আমার নরাধম পশুত্বের চোখ ও মনের খেয়াল যদি তোমার আপাদমস্তক শরীর গিলে খায় রোজ কামনায়?
যদি সব ঠিকঠাক চলার পরেও একটা অদৃশ্য অনীহা চলে আসে ?
যদি ভুলে যাওয়ার নানা প্রতিবন্ধকতার পাহাড় সম ঢিপি জমে ?
দূরুত্ব-বিচ্ছেদের কাদা ছুড়াছুড়ি করে ?
যদি খুব কাছে থাকার প্রয়াশ কান্নার আহাজারি সৃষ্টি করে অযথাই ?
তাই আমাকে আমার কাছে না চেয়ে আমার মালিকানা আমার মালিকের কাছ থেকে চেয়ে নাও।
কেবল আমাকে সুস্থ্য-স্বাভাবিক রাখার তিনিই একমাত্র মালিক ।
আর তোমার সকল প্রার্থনার একমাত্র হকদার।
সময়:- রাত ৯টা
০৯-১০-২০১৯
নারায়ণগঞ্জ