জীবনের গল্প টা যখন
তুচ্ছময় নির্মম নিংড়ানো হয়
তখন কষ্ট টা সমাধির কাছে নয়।
আমি রোজ বাস করি
অন্তর পরবাস যোজন যোজন আজীবন সংযোজন
পরশির আরশি নগরে....
কেবা জানে,
শশী বসত করে কার মনে...
আমি হীন নির্জনে...
তাই গন্তব্য শশীহীন পরশির নগরে।
জাগরণ সহমরণ উজ্জল রাঙ্গা চরণ
জীবন যৌবন করে সমর্পণ,
ক্লান্তময় তনুতে ভাটা পরেছে..যৌবন ডাঙায়
চিড় ধরেছে স্বপ্ন সাত কাহনে
রঙিন ভূবণ বুদ হয়েছে
অবহেলার সিক্ত শিহরণে.....।
হৃদয় ক্ষত হয়েছে বারবার যন্ত্রণার জয়ে ,
নিস্তেজ হয়েছি জীবনচোরা বালুচরে
হারিয়েছি শত সহস্র অসংখ্য সুখের অগোচরে;
কষ্টের নির্যাস প্রাণবন্ত সজীব তাই
হৃদয় অন্তর মন্দিরে।
গল্পের অন্তমিলে ছন্দপতন শশী বিনে,
শশীহীন জীবন তো তাই-
এক পৃথিবী কষ্টের দাউ দাউ অনলের দায়,
ভালোবাসা সেথা সে পুড়বেই বলে ...
পুড়ে পুড়েই সুখ চায়।