এক বিন্দু নাঁপাক পানি দিয়ে জন্য লগ্ন আমার
তিন মুষ্ঠি মৃত্তিকায় তার শেষ ,
দিন দরিয়ার আজব খেলা খেলেও আমি
হবরে নিরুদ্দেশ।
দেহ তরী ভাসালাম রে মাঝি আজব কারবালায়
আসল ঘরে যাবার আগে দেখি
সবাই কেঁদে বুক ভাসায়।
পাল ওঠায় রে মাঝি বাতাস যেদিকে বায়
হাল ধররে মাঝি আজানা ঠিকানায়।
বন্ধন ছিন্ন কর'রে মাঝি
নাও ভিরায়া লও
যেতেই যদি হবে তো
সে পাড়ের সম্বল নিয়া যাও।
সংক্ষিপ্ত
( স্বর্গের চাবি সম্বল)13-03-17