অণুকাব্য :
যেতে হবে যে ,
পথ আটকে ধরেছো কেনো ?
ছেড়ে দাও ,তোর নেশা যে মায়া বাড়ায়,
নিজেকে হারাতে তাই ,প্রতিনিয়তই বদলে যাই
পিছু ডেকো নাকো, ভরা হাসিতে দাওগো বিদায়।
খোঁজ যদি আমাকে, যেও দুঃখ পাড়াতে
হৃদয় পোড়া ডোরে, ভাঙা স্বপ্ন বিভরে,
কষ্ট হয়ে ধরা দেবো রোজ স্মৃতির খেয়ালে বেলা অবহেলায় ।