শূন্যতার আঁচলে নিজেকে বেঁধেছি
কেঁদেছি একা নিস্তব্ধতায়,
আমি হেঁটেছি ভুলপথে বারবার
সুখগুলো প্রতিনিয়তই প্রতারিত যেথায়।
বীভৎস স্পর্শে কুলশিত যৌবন
হেঁটেছে নরকীয় নিসর্গ জ্যোৎস্নায়,
ভালোবাসা শ্মশান হয়ছে "দশ ও বাইশ ফেব্রুয়ারী"
কারো অলিখিত সনদপ্রাপ্ত পতিতায়।
সে হীন যন্ত্রণার আলিঙনে ধর্ষিত আমারত্ব
ভুলের অন্ধকারে পিষ্ঠ রোজ একাকীত্বতায়,
ভালো থাকার অভিনয়ে লজ্জিত বিবেক
নিস্ফল ক্রন্দন হার মেনেছে তার শূন্যতায়।