আর কত আয়নায় নিজেকে দেখার বাকি
এলোমেলো অবাধ্য বাড়ন্ত চুল
খাঁচ খাটা খোঁচালো গোঁফ
দোল খেয়ে বুক বেয়ে যাওয়া দাঁড়ি আর কত !
সংশয় মাখা চোখ জোড়ার আর্তনাদ
ভ্রু খুচকানো বেদনার বিষাদ
চার দেয়ালে বন্দি বেখেয়ালই আবেগ
পাঁজোর বেড়ায় আটকে থাকা বুকফাটা হাহাকারের চিৎকার আর কত !
মেদভুঁড়ির অলসতা
গা ভেঙে বৃদ্ধ হবার বিলাসীতা
গালমুখ চুপসে খাঁদের গভীরতা
গোটা শরীরের নিথর ঘুমের ঘনঘটার আড্ডা আর কত !
আর কত এভাবে আয়নায় নিজেই নিজেকে দেখার বাকি বেলা ...! আর কত দেরি পাঞ্জেরী । আর কত...।
#শেষের_অপেক্ষা
(দুপুর ২:১৫)
২৮/০৪/২০
নারায়ণগঞ্জ