আমার যে সকাল তোমাকে স্মরণহীন জেগে ওঠে
সে সকাল আমার নয় ....
সে সকাল প্রেমহীন পুজারিদের জন্য।
সে সকাল হারিয়ে যাওয়া সভ্যতার জন্য।
সে সকাল প্রাগৈতিহাসিক বিদ্রুপবাদীদের জন্য
সে সকাল মনহীন অন্যমনস্কে বিভোর থাকাদের জন্য।
সে সকাল ঘুমন্ত বিবেকবাদীর জন্য
সে সকাল ভ্রান্তধারার মনস্তাত্ত্বিকদের জন্য।
আমার যে সকাল তোমার শুদ্ধ চুমুর স্পর্শহীন নিঃসঙ্গতার ভোগে ,
সে সকাল আমার নয়....
সে সকাল পাষাণ সব মনুষ্যত্বের জন্য।
সে সকাল স্বার্থান্বেষী সঙ্গ দেয়া সুসময়ের বন্ধুদের জন্য।
সে সকাল যারা একাকীত্বে ডুবে আছে তাদের জন্য।
সে সকাল ভালোবাসাহীন পশুতুল্য মানুষদের জন্য।
আমার যে সকালে তোমার শ্রী হাসিহীন প্রভাতের সূর্য দেখে
সে সকাল আমার নয়
সে সকাল সুখ স্বপ্নহীন বিচলিত পথিকের জন্য
সে সকাল নেশার তেপান্তরে হারিয়া যাওয়া নিকোটিনবাদীদের জন্য
সে সকাল বিশ্বাসহীন অবিশ্বাসি সম্রাজ্ঞীদের জন্য।
সে সকাল শিকলহীন দশ দুয়ারে ঘুরে যারা তাদের জন্য।
সে সকাল একটা জীবন লাশ হওয়া তিক্ত প্রহরগুলোর জন্য।
আমার যে সকাল তোমার অবাধ্য ভেজা চুলের ঝাপটায় -
বুদ হওয়া নিদ্রানিরব থেকে হঠাৎ হতচকিত হয় না ,
সে সকাল আমার নয়
সে সকাল সব অকালে মৃত্যু বেছে নেয়া হৃদয়হীনাদের জন্য জন্য।
সে সকাল সাজানো ঘর ভেঙে দেয়া প্রলয়ংকারী দুঃস্বপ্নের জন্য।
সে সকাল কোন জয়হীন ভালোবাসার নেপথ্যে বিমূঢ় মুমূর্ষ বাঁধার দেয়ালের জন্য।
সে সকাল কোন নিষিদ্ধ নরকবাসির জন্য ।
আমার যে সকাল তোমার হাত ভর্তি রেশমি চুড়ি ও নূপুরের রুনুঝুনু শব্দে ঘুম থেকে বিছানা বিয়োগ হয় না
সে সকাল আমার নয়,
তুমি জড়িয়ে ধরে যে সকালে শুভ সকাল লক্ষ্মি বাবু বলো না
সে শুভ সকাল আমার নয়..,
সে শুভ সকাল আমার নয়..... ॥