এরপর বড়ো হওনের সাথ সাথ দুঃখগুলোও বড়ো হৈবার লাগে;লম্বা হৈবার লাগে বুকের আর্তনাদ,
দুই চোক্ষের গাঙ ম্যালা বাড়তে থাহে ঢলের লাহান;
কমবার লাগে আশা আকাঙ্ক্ষার স্বাদ।
ব্যবাক চাওয়া মূর্ছা যায় ;স্বপ্নগুলো ভাইসা যায় আকুল দরিয়ার টানে,
কিছু না পাওনের স্টেশনে হগল গতি থাইমা যায়
তাও জীবন খুঁজবার লাগে জীবনডার মানে।
কাছে থাইকাও ছাইরা যাওয়ন লাগে সব; হাইরা যাইতে হয় লইয়া অনেক জ্বালা,
বাঁইচা থাকার বাতি ক্ষীণ হইয়া আইলেই ;বাড়তে থাহে ভুইলা যাওনের পালা।

         (০৯-০১-২১)