তুই যে হঠাৎ এ ভুলে ভরা জিবনে -
শত কষ্টের কারণ হবিরে, কারণ .....হবি
দীর্ঘশ্বাসের প্রহর হবিরে, প্রহর .......হবি
দূরত্বেরী অনাদায়ী অনেক কাছের হৃদয় বিদারক স্পর্শ হবিরে, স্পর্শ ....হবি
প্রতিক্ষার নীল প্রহর হবিরে, প্রহর ...হবি
নানান কষ্টের সারাংশ হবিরে সারাংশ ..হবি
আমার একান্ত এক দুঃখ হবিরে , দুঃখ... হবি।
তুই যে এ অবুঝ তারুণ্যে মায়াবী যন্ত্রণা হবিরে, যন্ত্রণা.... হবি
অঝোর ধারার নোনা জলের উপসনা হবিরে, উপসনা ...হবি
স্মৃতির পিঠে বিষাদ ভরা কোলাহল হবিরে, কোলাহল.. হবি
বুক পাঁজরে কাল বৈশাখী ঝর হবিরে, ঝর... হবি
নীলাভ ছাঁয়ার সিঁদুর শাখার রোদন হবিরে, রোদন.. হবি
বেনারশির হারিয়ে যাওয়া কায়া হবিরে, কায়া... হবি
তিক্তমাখা একাকীত্বের বেলাভূমি হবিরে, বেলাভূমি... হবি
ক্লান্ত সন্ধ্যার অযাচিত অন্ধকার হবিরে, শত অন্ধকার... হবি
জিন্দা লাশের শ্বাস বন্ধ হবার রূপকথার কষ্টকাহন হবিরে, কষ্টকাহন..... হবি