কত কথা ইতি হয়
কত কথা জাগে,
কত স্মৃতি ব্যথা দেয়
সুখের আগে আগে।
কত মুখ পাশে রয়
কত মুখ দূরে,
যত বেশি ভালোবাসা
তত বুক পোড়ে।
যত মুখে হাসি খুশি
তত সুখি নয়,
বেঁচে থাকার নাট্যমঞ্চে
সবই অভিনয়।