এক ঝাক কালো হাত যেন দুঃস্বপ্নের স্নান
নষ্ট স্মৃতি কুঁকড়ে খায় মিলন তিথির,
বুক পেট হাড় মাংস পাছিল ভেদ করে
মাটির দেহে বোঝা হয় শত ভুলের প্রচীর।
প্রতারণা দেহ নিয়েছে, বিশ্বাস ভেঙ্গেছে
দিয়েছে এক রূপ থেকে ভিন্নরূপ,
প্রতিবাদ করিনি,কেঁদেছি নিরব
ঘৃণাকে আঁকড়ে তিলে তিলে হয়েছি নিশ্চুপ।
প্রতারকের অট্টহাসি, শরীর ছোঁয়ার খেয়াল
এ যেন নিত্য মৃত্যু আলিঙ্গন
ভুলের গোলক ধাঁধায় চোখ ধাঁধানো সাধুতায়
সরল জীবনের বারবার ছন্দ পতন।
লোক লজ্জায় সম্ভ্রম বিনষ্টতায় বিচার চেয়েও চাইনি বিচার
সুষ্ঠ বিচার যে যুক্তি তর্কে ন্যায় নীতিহীন,
খনিক আবেগে দেহ বিলিয়ে প্রতারকরই জয় যেন
জিন্দা লাশের আখড়ার পন্ডিত অনুতপ্তেও সুস্থ অনুভূতিহীন।
২৮-০৩-১৮