কালের বিবর্তনে লিখেছি চিঠি অচেনা এক খামে,
সময় হলেই পাঠিয়ে দেব তার ডাক নামে।
থাকবে লেখা প্রথম কথায়
ভাল আছে তো সে..?
কেমন করে কাটছে প্রহর আমায় কাঁদিয়ে..?
বিষন্নতা কি সেখানেও আসে ?
সেখানেও কি একাকীত্ব দেয় দোলা হৃদয়ের অচিরে ?
সেখানেও কি দুঃখগুলো লালিত হয়
সযত্নে আমাকে ঘিরে..!!
জানতে চাইবো পরকথায়,
আজও কখনো মনে পড়ে কি আমারে,
স্মৃতির পাতায় ব্যথা সহ
অফুরন্ত ভালবাসার ঐ বুক পাঁজরে...?
কখনও কি খেয়ালে এসেছি যাতনা সহ
বিষাদ নিয়ে হৃদয় মন্দিরে...?
কখনও কি আমিহীন যেতে পেরেছ
মহা সুখের দ্বারে.?
প্রশান্তি মিলেছে কি ওই সুদূর অজানা অচিন পারে ?
জানতে চাইবো, রজনী কী কাটছে কখনও ক্ষুধার্ত অনাহারে..?
কখনও কি স্বপ্নে এসেছি দুঃস্বপ্নে হয়ে রূঢ় অনাদরে..?
কখনও কি কান্নায় ভেসেছে তরী
অজানা বেদনা মরীচিকা-চরে ?
হৃদয়বিদারকের কারণ হয়েছি কি কখনো;
আমি বারে বারে..?
কখনও কি মনে তীব্র দাগ কেঁটেছি ভাবনার অগোচরে ?
থাকবে লেখা শেষ কথায়
যেখানে গিয়েছ সুখে থেকো, ভাল থেকো,
অভিজাত আনন্দেই থেকো ঐ-পাড়ে
আমি না হয় জীবন্ত শব হয়ে একাকীত্বের কফিনে
যোজন যোজন আজীবন, শুধু চাইবো তোমারে...।
(০৮-০৫-১৭) নারায়ণগঞ্জ