চিনি ও জানি না
অদূরে অদেখা ওমেয়েটা অচেনা।
তাকিয়ে আছে মায়াবী চোখে
দেখেই ডুব দিতে ইচ্ছে করছে সেই নিষিদ্ধ দোযোখে।
আহা কি সুমিষ্ঠ হাসি ..!
চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে
ভালোবাসি ভালোবাসি।
অপরূপ চাহনি সাথে নাকে নোলক...
শুধু দেখেই প্রাণ জুড়ায়, পড়েনা আমার প্রেমিক পলক....।