সঙ্গমে সমস্ত শরীর লাগে, লাগে সমস্ত নির্লজ্জতাও,
তুমি সমস্ত নির্লজ্জতা কাটিয়ে ফিরে আসিও -
যদি প্রেমিকা হতে চাও।

চোখ বড় করো না ! প্রেমে চোখ যায় না গো প্রেমিকা  চোখের স্বপ্ন যায়,
যায় বুক পেট, কোমর-শরীর সাথে তলপেটও হাতড়ায়।
প্রেম বড় হবার সাথে সাথেই প্রেমের চাহিদা অনেক বেড়ে যায় গো প্রেমিকা,
প্রেম যত গভীর যায় গো বাড়ে ততোই একা থাকার বিভীষিকা।
প্রেমে হোটেল লাগে গো প্রেমিকা, লাগে মিথ্যে বলার প্রচন্ড প্রবণতা,
প্রেমে প্রেমিক যে'জন সেই মহাজন, প্রেম খেলায় কেবল যৌনতা আর যৌণতা।
সঙ্গমে সমস্ত শরীর লাগে গো , লাগে সমস্ত নির্লজ্জতা।

শোন,যে যোনিতে ঢুকে যায় নগর- সভ্যতা ও সংস্কৃতি
আর তো প্রেমিক !
তুমি যতই বল তোমার দেখায় লোকটা ভালো-কর্মঠ আর নির্ভীক।
এখন প্রেমিকরা গোলাপের চেয়ে কনডমই কিনে বেশি বেশি।
মনের ঐ প্রেম কিছুদিনের মধ্যেই গড়িয়ে গড়িয়ে উরুর সন্ধিতে বৈঠক বসাবে রাশি রাশি।

চুমুতেও অর্ধেক ঠোঁট লাগে, অর্ধেক প্রেম !
কখনো কখনো হস্তমৈথুনেও সভ্যতা টিকে থাকে হোক সে পাদ্রী-আলেম।

তুমি সমস্ত নির্লজ্জতা কাটিয়ে ফিরে আসিও -
যদি প্রেমিকা হতে চাও।
প্রেমেও সমস্ত শরীর লাগে গো, লাগে সমস্ত নির্লজ্জতাও।

04-07-19
(2:30)
নারায়নগঞ্জ