সব সঁপে দেবার দিন আমি প্রেমিক হয়েছিলাম।
এখন আর আমি প্রেমের কাঙাল নই ,বেঁচে থাকার কাঙাল।
সুযোগ পেয়েও তার মাটির শরীর ছুঁই নি
আমি নাকি তার হৃদয় আত্মাটাকে জয় করতে সক্ষম হয়েছিলাম।

সেদিন এতটা কাছাকাছি হবার পরেও পশুত্বভাব জাগ্রত হয়নি
আর এখন , হায়েনার চেয়ে নৃশংস মনোভাব আমার
কারণ প্রতারিত আমি..।
প্রতিশোধের নেশা রন্ধ্রে রন্ধ্রে জৈবিক চাহিদা হয়ে হিংস্র হয়ে উঠেছে।
জানোয়ার হয়ে নরপিশাচদের রক্ত খেতে চাই ।
মাংস পাঁচিল আলাদা করে ছিন্নভিন্ন করতে চাই।
প্রতারকগণ সাবধান ! হুশিয়ার....!

মনে আছে তোমার ?
সেদিন কেবল তোমার পদ্ম ফোটা বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে তোমার নয়নে নয়ন রেখে
তোমার বিশ্বাসের উপর আমার বাইশ তারুণ্যের স্বপ্ন সাজিয়েছিলাম
আজ সব মিথ্যে প্রমাণ করলে নোংরা নষ্টামিতে।
সত্য এতটুকু তোমায় বেশ্যা বললে এখন কষ্ট লাগে না, গলাও কাঁপে না ।
প্রেমিকা ভাবা অনেক দূরের কথা.....।

নিঃসন্দে তুমি ভণ্ডদের ভোগের খোরাক হও এখন
আমায় হৃদয় তাতে আর ভস্ম হয় না।
নষ্টামিতে আষ্টেপৃষ্ঠে সাময়িক চাহিদা মেটাও ভর দুপুরে যার তার সাথে
তবুও আমার প্রেম আর বৃথা চিতায় জ্বলে না, অপবিত্রও হয় না
কারণ আমি এখন আর প্রেমিক নই,প্রেমের কাঙালও নই।
কাঙালের ঘরে দেহ বিসর্জনের ঔদার্য প্রেমখেলা নয়;
বেঁচে থাকাই শিরোধার্য ।

18-04-18