প্রিয় শ্রাবণী,
আবারও কলঙ্কের ভাগি হবে একটি জ্যোৎস্নালোকিত রাত!
বদনাম ছড়াবে প্রকৃতির কিছু বিরূপ ঐক্য দল!
এক গুচ্ছ কালো মেঘ পৃথিবী আঁধার করে তেঁড়ে আসবে।
আকাশে-বাসাতে গন্ধ মিলবে তোমার-আমার একাত্ম হবার খবর।
অলিতে গলিতে আমাদের গুজব রটাবে একদল কাক-শকুন !
ওদের বড্ড হিংসা হবে ।
তাদের ঈর্ষাতে আর গাঢ় হবে তোমার-আমার প্রেমের প্রজ্ঞাপণ ।
স্বপ্ন-আশারা দুর্বার সাহস হয়ে দাঁড়াবে আজীবন এক সাথে থাকার ও চলার জন্য।
সুখরা খুঁজে পাবে তার সরল সমীকরণ ।
আমরা তখন তারুণ্যের দুরন্ত প্রেমিক-প্রেমিকার মত তুমুল প্রেমে পড়বো। ফের প্রেম আসে যদি !