.
. কবিতা পাতা বর্ণ শূন্য
তুমি শূন্য মনে
তোমার অভাব বিগ্রে যাছে
যতনে যতনে।
কালক্রমে বেড়ে উঠছে
রাত জাগার ছাপ,
তোমার স্মৃতিই হাতরে যাছে
তোমার অভাব ।
(16-01-17)