শেষ হয়ে যাচ্ছে আধ্যাত্মিকতা;প্রেমিকা চুষে খাচ্ছে দেহ-মন,
আনফ্রেন্ড , ব্লকে আর অভিযোগ- অভিমানে অতিষ্ঠ করছে জীবন।
আর আপনি,আপনি খাচ্ছেন রাষ্ট্রের মগজ,
নিপীড়নের সাথে শোষণ অত্যাচার আর নিত্য নতুন শ্রমিকদের রক্তে ভোজ।
খেলছেন লুকোচুরির ষড়যন্ত্র আর কানামাছিতে ধরপাকড়ের খেলা,
জুলুম করছেন আপাদমস্তক সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অধিক দামের জ্বালা।
আর কি চান ! গুম খুনে কি পরিত্রাণ ?
তাহলে আমাকেও- যান নিয়ে যান,
ব্লক দেয়া কোন সেলে ,
বড়ো তালা ঝুলানো কোন জেলে
আমাকে রেখে হাড় সার হৃদয়টাকে পুড়ে কুঁড়ে খান।
প্রেমিকার দুচোখ ভরা সন্দেহ আর দুনলা বন্দুকের নলে ঝুলে আছে জীবন
ওৎপেতে আছে রাষ্ট্রের পোষা কুকুর
মায়া এবং ক্রসফায়ারের আর্তচিৎকার বোবা হয়েছে গনতন্ত্রের বাক।
আর কি চান !
দাসত্ব ?
প্রেমিকা যেমন কড়া লাল চোখে আঁচলে বাঁধে অমন ?
তাই তো হয়েই আছে দেখে যান,
নিয়ে অত্যাচারে অত্যাচারে পোস্টমর্টেম করে দেখেন -
প্রেমিকা বা রাষ্ট্রের প্রতি ঘৃণা ছাড়া আর কী কী খুঁজে পান ?
নাকি প্রেম বলে যা কিছু ছিল তা সব'ই বিদ্যমান !
আসলে পোস্টমর্টেম রিপোর্ট ;প্রেমিক মানেই অত্যাচারের জিরক্স কপি। হোক তা নারী প্রেম কিংবা দেশপ্রেম।
[২৬-০৪-২১ | নারায়ণগঞ্জ ]