সুখ,.....
ছন্দহীন কাব্য তুমি
শত যন্ত্রণার আঘাত,
তোমার তরে ছটপট রজনী আমার;
নিত্যন্তই আমার দ্বারে কষ্টের কড়াঘাত।
তোমার তরেই অম্ভু-বারি আমার
আনিমেশ-শেষহীন দুখের ঝর্ণা ধারা
তোমার তরেই অসস্তী যত
প্রতি প্রহরেই করে তাড়া।
তোমার তরে স্বপ্ন যত- অ'বিরত
ভ্রান্ত পথে স্ব-যত্নহীন
পোড়ায় বিবেক বিরহ-অনলে
সঙ্গ দিতে সঙ্গী আমার বিষাক্ত বিষের বীণ।

সুখ,....
তোমার তরে যত ছোটাছুটি
লোভ-লালসার ভীর
তোমার তরেই কত দিনানিপাত
ভেবে রাখা কত অ'দূর-ভবিষ্যত ফেঁটে চৌচির।
তোমার তরেই অন্তরে রোজ বিহর আমার  
প্রিয়জন হারার মত
তোমার তরেই খেয়ালী মনে বেখেয়ালি দুঃস্বপ্ন অবিরত।
সুখ তুমি বীণে আকূল পরাণ  
কাঁটেনা প্রহর  
একাকী মনে পাষাণ প্রায়
ধূ-ধূ করা পাজোর।
তুমি আমার ভূবন ডাঙার
ক্ষুদার্থ শংঙ্ক চিল
মরুভূময় জীবনে চোরাবালির মত
ছিদ্র অনাবিল।

সুখ.....,
তুমি আমার হঠাৎ দুপুরে মেঘলা করা বজ্রপাতের আকাশ,
শিলা-বৃষ্টির মত ধেঁয়ে আসা
লণ্ডভণ্ড আনাম্বর কষ্ট এক-রাশ।
তুমি আমার হাসি ময় মুখে চিকচিক করা
নয়ন কোণে এক বিন্দু জল,
তুমি আমার সরল ভুবণে জটিল রেখা
রোজ মিথ্যে হাসির রোল।
তুমি আমার শেষ প্রহরের অশেষ
অত-নিদ্রার রাত,
তুমি'ই এই ভূপাতিত ভূবনের মেরুদন্ডহীন
চার বেয়ারায় বরাত।
সুখ......
তুমি আমার কেঁড়ে নেয়া
সুভ-স্বপ্ন দেখা একটি অ'সুভ ক্ষণ,
তুমি এই একাকী জীবনের বিরহের মালা-
হৃদয় ভাঙ্গা রণ।

20-03-17(রংপুর)