আগের মত স্বপ্নগুলো আর
উজ্জীবিত বুকে বাসা বাঁধে না,
মাঝ রাতে ঘুমের ঘোরে আর
প্রাণবন্ত আঁতকে উঠে না।
নীল কাব্য আর কূকিলের শুরে
খেয়ালি মনে বেখেয়ালি হয়ে,
আর সুখ ও খুঁজে না।
কার প্রতি পিদীম জ্বেলে,
নিশি কিংবা আধার রাতে ,
প্রহর গুনে না।
নয়ন বারিও আর
কোন বিরহে অঝরে ঝরে না।
আগের মত আমিও আর কাব্য লিখি না ।
------বে-পরয়া