আমার সোনার বাংলা আর' ''৭১'' এর মত গর্জে ওঠেনা।
আমার সোনার বাংলা আর শহীদ ছেলের রক্তে ভেজে না ।
আমার সোনার বাংলায় আর "তিতুমিরের" মত বিদ্রোহী কেল্লা কেউ তৈরি করে না।
আমার সোনার বাংলায় আর "মহিসী" নারী রোকেয়ার দেখা মেলে না ।
আমার সোনার বাংলায় আর পেট্রল বোমায় ঝলসানো মা-ছেলের চিৎকার কেউ শোনে না ।
আমার সোনার বাংলা আর বোমা মারা হরতালের প্রতি রূখে দাড়ায় না।
আমার সোনার বাংলায় আর অসহায় দিন মজুরের আহাজানী কেউ শোনে না ।
আমার সোনার বাংলায় আর পরিক্ষার্থীর পরিক্ষার মূল্যয়ন কেউ করে না।
আমার সোনার বাংলা আর "৭১"এর মত জেগে ওঠে না
আমার সোনার বাংলায় কেন আর শোষিত শ্রেণী জেগে ওঠে না ।
আমার সোনার বাংলায় কেন আর নির্বক জনতা কিছু বলে ওঠে না ।
আমার সোনার বাংলায় কেন আর শিক্ষিত শ্রেণী সোচ্চার হয় না।
আমার সোনার বাংলায় কেন আর বিশ্রী রাজনীতির প্রতিবাদ কেউ করে না ।
আমার সোনার বাংলা কেন আর "৭১" এর মত গর্জে ওঠে না ।