ক'ত দিন ! ক'ত প্রহর !!
পুষ্পকুঞ্জ স্ফুটিত ক'ত তিমির,
হৃদয় জাগিছে ক'ত অহমিকা বাসনা
দুঃখানল- অহনে দাহনে করেছে ক'ত ভিড়।
আসনি তু'মি স্বপ্ন চারিকা
অনলে জলন্ত,
আজও মোর প্রেম রুক্ষময় দীপ্তশিখা।
মানস রঙ্গিণী ....
হতে চেয়ে চির সাথী চিরন্তন মানসা সঙ্গিণী,
হলেনা, এলেনা হৃদয় রাঙাতে
শত প্রত্যাশিত প্রিয় ও প্রিয়শীণী।
আজ একদিন নয়,অ'গনিত ,
কত সূর্যালোক সহ, কত মেঘাচ্ছন্ন দিন,
তোমার তরে ....
সুখালোক হতে বঞ্চিত আমার আমি সুখহীন,
কত বৃথা ভাবার্থক ভালবাসা
তোমার সহচর ছাড়া,
মায়াবী আলোক-বর্তিকাও মোর বেদনায় মলিন।
কত ভাবনায় ! কত খেয়ালে!!
এঁকেছি তোমায়,
ধরেছি জনম জনম হৃদয়ের দেয়ালে।
আদরও দিয়েছি , সোহাগও দিয়েছি
যতনে রেখেছি মন মন্দিরে।
আসনি তুমি স্বপ্ন চারিণী
হতে চেয়ে চির সাথী
চিরন্তন মানসা সঙ্গিণী।
তুমি জ্যোতির্ম্ময় কল্যান দীপ জ্বালিয়ে
কাঁদ বাসনার বসি হয়ে কেন ওপার?
কেন অধরা অন্তরালে?
কেন অসীমা হয়ে সীমারেখা পারে?
অজয়া পরাজয় দুখিভার হয়ে -
আজ কেন মোর বিরহ দ্বারে ?
কেন স্বপ্নে অ'ধরা হয়ে কুয়াশার মত,
আমাতে ফি'রো বারে বারে।
অস্পর্শী লজ্জাবতী নান্দনিক নন্দিনী,
কেন তুমি অ'বেলায় অবহেলায় ,
জড়ালে স্মৃতির মোহে ডোবালে কষ্ট-সিন্ধুভেলায়?
অথৈই জলে ছন্দহীন তরঙ্গের তালে,
হৃদয় কব্জা করে কেন সঙ্গী হতে চেয়ে-
কেন সঙ্গ না দিলে ?
স্বপ্নকানন বালা,
অনাদায়ী প্রেমে একি বিষাদ জ্বালা।
বিষাক্ত বিত্তে, তুমি সাথীহীন মরুময় খরা চিত্তে
প্রেম তৃঞ্চায় কে আমায় কী দিয়ে বাঁচায়,
আজ স্বচ্ছন্দে,সৈই তরুণের উত্তাল তারুণ্য
আমার আমিরে যে খুঁজে পাওয়া দায়।
জানো'কি ! এ ধরিত্রী,
তুমি ছাড়া আজ সব বিষাক্ত আরতি !
যন্ত্রণায় কাতর নিশি-দিন অনুজ্জ্বল ধূষর ও তিথী।
শত কামনায়, অজস্র ধ্যানে ,
দেহ হতে মোর প্রাণ নাশ
তুমি ও তোমার ভালবাসা বিহনে।
নিরর্থক হাসিহীন তোমার স্বর্গীয় বদন
বেদনার বাদ্য আমি আশ্রু-ধারার রোদন।
মর্মাহত তোমার আনমনা মরিচিকায়,
খুঁজেছি তোমায়,
রূপে রূপে,অজস্র অপরূপায়,
এ উন্মাদ অন্তর পবনের যবনিকায়,
হৃদয় খেয়ালের শত অনর্থক আহাজারি ব্যস্ততায়।
এসেও কাছে ধ'রা দাওনি
লো, ও আমার হৃদয়ের সঙ্গীণী
হতে চেয়ে চির সাথী
চিরন্তন মানসা স্বপ্ন চারণী।
27-02-17