॥ এক ॥
তোমার পিরিতে জল আখি মোর ;
সদা ছল্ ছল্ ,
তোমার অবহেলায় জীবনে বসত মোর;
দুঃখ ব্যথার দল ।
তোমার পরে সদা সৃতি মোর ;
কষ্টের ভেলায় ভাসে ,
তোমার তরে আজ অবদি মোর;
অফুরন্ত বিরহের অনল আসে।
তুমি পাষাণ-পুরী হৃদয়হীনা ;
জলন্ত অঙ্গার,
তোমারো অস্পর্সি অনলে দাহিত আমি;
জ্বলে পুড়ে ছারখার।
॥ দুই ॥
তোমাতে যাহা ভালো সাধিছে মোর ;
দিয়াছি তাহা কারপণ্যহীন,
ভাবিনি কখন কাটিবে জীবন ;
তুমি ছাড়া একদিন।
জীবনে কিসে ছিলেনা বল মোর;
চেয়েছি প্রতি নিশ্বাসের স্পন্দনে,
চেয়ে চেয়েই তো অজস্র ব্যাকূল করেছি হৃদয়;
তুমি হীনা তাই আজ সদা দুঃখ প্রকাস নিঃশ্ব এ ভূবনে।
বল,আমার আমিকে হারালে কেন হায় ?
কঠিন অবহেলায় ,
অশ্রু স্নানে জীবনে আজ তাই;
বেঁচে থাকা দায়।