বাস্তবতার সত্য নাট্যে - নেমে এল ;
করুণ বিরহের আধার ,
আমি ডুবে আছি দুঃখ অনলে ;
এখন সময় শুধুই কাঁদার ।
যাই যেথা যাই পথ হারাই আমি
পারলাম না হাসি ফোটাতে সবার,
কষ্ট আমায় আলিঙ্গন করল
এখন সময় শুধুই কাঁদার।
(সংক্ষেপিত)