সেই তারা আছে বলেই লহিত বলে ;
পৃথিবী তোর এত টান ,
তোর স্বার্থে স্বার্থের বর সৈনিক আমি
তোর আমৃত্যে মহা যোজন যোজন টান ।

সেই তারা যদি হয় জন্ম জননী মা-
আর হয় জন্মদাতা পিতা ,
তাদের শূণ্যতায় জ্বলবে এ দেহ দাউ দাউ দহনে;
পুড়ে খাঁ করার জন্য জ্বলবে সর্বচ্চো চিতা।

(সংক্ষিপ্ত)
ক্যান্সারে আক্রান্ত  মৃত্যু পথ যাত্রী
বাবার জন্য শেষ শুভ কামনা সবার থেকে প্রত্যশা।