পৃথিবী- তুমি এত নিঠুর কেন ?
কাছে টেনে দূরে ঠেলে দিস সহজেই ,
পৃথিবী- তুমি এত স্বার্থপর কেন ?
ভালবাসার মোহ বাড়িয়ে পর করে দাও পরক্ষণেই ।
পৃথিবী- তোমার মাঝে এত এত বিশালতা ;
তবুও তুমি সহজেই সব ছিনিয়ে নিতে সদা প্রস্তুত রও,
পৃথিবী- তোমার আমার মাঝে ক্ষণিকের এতই অটুট বন্ধন;
তবুও বন্ধন ছিড়ে বারবার আমাকেই কাঁদাও।
পৃথিবী- তোমার সীমাহীন আলোর ভাণ্ডার থাকতে ;
আমার আলো দেবার উৎসটুকু-
-কেন নতুন করে বারবার কেঁড়ে নাও ?
তোমার জোছনা ভরা চাঁদনী সহ আধার রাতে থাকতে -
আমারে বিরহের আধারে আচ্ছন্ন করে-
-বারেবারে কেন ব্যথা দাও ?
পৃথিবী- তোমার এত সৌন্দর্য়ের সমাহার ;
তবুও আমার সাজানো বাগানে
-তুমি,কেন হানা দাও ,
পৃথিবী তোমার গর্ভধারে এতই জলরাশি;
তবুও আমার অশ্রু ঝড়া নোনা জলে -
- কেন তোমার পিপাশা মেটাও ?