হৃদয় পাড়ায় আজ হাঁক ডাকাডাকি নেই ;
নেই কোলাহল,
নেই অনুরাগের মন কষাকষি ;
নেই জলন্ত ব্যথার অনল ।

নেই অতিরিক্ত অধিকার দেখার কেউ;
জরুরৎও পড়ে না কারো খোঁজ খবর,
সঙ্কীর্ণ হয়না ঐ একাকীত্বের রাতটাও;
বেলা বারোটায় হয়না নিদ্রা ভেঙ্গে হয় আমার ভোর ।

কারো তরে আর সংশয় জাগেনা ;
কপাল কুঁচকে জমে নাকো চিহ্ন প্রশ্নবোধক ,
কারো প্রতিক্ষায় আর প্রহরগুলো কাটেনা আমার ;
তোলে না কেউ আমার প্রতি সন্দেহ অভিযোগ ।

এখন আমাবষ্যা আর বসন্তকে  আলাদা করে -
পাওয়ার আখাঙ্কা জাগেনা
জাগেনা চলা-ফেরা আর ভাব-ভঙ্গিকে নতুনত্বে সাজাতে ;
চাইনা কারো আর ক্ষণিকের- ভালবাসার মোহে হারিয়ে ;
ফের অজস্র দুঃখের পাড়ে দাঁড়াতে ।

এখন আমি পীঞ্জরহীন ;
কারো হৃদয় কড়িডর হতে বন্দিহীন মুক্ত স্বাধীন;
-মুক্ত গগনের শঙ্কচিল,
পিছুটান বাঁধাহীন জীবনের সফলতা নিয়ে ভাবনাই শুধু ;
কষ্টের অধ্যায় শেষ আমার
এখন শুধুই সুখযে অনাবিল।

04-12-16