কোন অগ্রভাগে জন্ম আমার ?
কেন গ্রহে বাস ?
কেমন ভূমণ্ডলে বিচরণ আমার ?
কেন অকালে রক্তক্ষয়ী মৃত্যুর সুবাস ?
~~~~~~~~~~~~~~~~~~~~~

কেন বিশ্ববাসী চোখ মেলে স্তদ্ধ আজ ?
কেন রুখে দাড়াবার অপারগতার নিরাশ ?
কেন শান্তির ইসলামে অশান্তি বিরাজ ?
কেন মুসলিম বলে অবিচারে অবলা রহিঙ্গাদের-
জীবনের সর্বনাশ ?
~~~~~~~~~~~~~~~~~~~~~

কেন তারা মাতৃক্রোরে মরছে অকাতরে ?
দ্বীন-ইসলামের গুনগ্রাহী ও পুষ্প পরাগ গুলি-
কেন যাচ্ছে ঝরে ?
বিশ্বয়ানের সভ্যতায় ;
কেন তারা অসভ্য কেন এত নরাধম নির্দয় ?
~~~~~~~~~~~~~~~~~~~~

কেন তারা আজও মরণ বরণ বেড়াজালে ?
কেন তারা নিশ্চুপ প্রতিবাদের অন্তরালে ?
কেন এই অবাদে প্রাণহীন নির্যাস ?
কেন কার প্ররোচনায় জীবন কেড়ে নেয়ার-
শকুনদের জয়উল্লাস ?

প্রশ্ন রেখে যাই......?

রাত 12টা 58মিনিট
27-11-16