বেকারত্ব দিয়েছে মোরে....
চেষ্টা করার কৌশল,
অবহেলা গুলো আশীর্বাদ হয়ে;
ধৈর্য হওয়ার শিক্ষা দিয়েছে;
সাথে দিয়েছে দৃঢ় হওয়ার বল।
জীবনের চাহিদা গুলি....
কাঙ্গাল করেছে আমায়;
ফেলেছি বিশ্রামহীন রক্তসিক্ত জল,
না পাওয়ার অনল পুড়েছে আমায় ;
সঙ্গী এখন সব ব্যথার মহল।
সমাজ আমায় মহা মূল্যায়ন করেছে...
আশু ঝড়ে দিয়েছে শত ধিক্কার,
পরিবারেও সহজ ঠাঁই হয় নি আমার;
জীবন নামের অশরীরী আমি ;
বেকারত্বের দাস মরুভূমীময় হাহাকার।
২২-১১-১৬