বালিকা.......... ;
তোমায় ছাড়া বিরহের কাব্য হবে ;
হবে অজস্র রক্তিম রোদন,
তোমায় ছাড়া তালহীন ছন্দ হবে;
হবে বুকে শত জ্বালাতন।

বালিকা.......... ;
তোমায় ছাড়া কত দুঃস্বপ্ন হবে;
হবে কত নিদ্রাহীন নিশি যাপন,
তোমায় ছাড়া শত অশ্রু ঝড়বে ;
জ্বলবে বুকে অমিমাংশিত দাউ-দাউ দহন।

বালিকা............ ;
তোমায় ছাড়া দুঃখের জোয়ার আসবে;
হবে অগণিত কষ্টের আগমন,
তোমায় ছাড়া মন খারাপের আধার আসবে;
হৃদয়ে ভাঁটা পড়বে যখন তখন ।

বালিকা............. ;
তোমাকে ছাড়া রক্ত রঞ্জিত বসন্ত ফিরবে;
পুষ্প হারাবে তার সুভাসীত ঘ্রাণ,
তোমায় ছাড়া মন মাজার হাহাকার করবে;
হারিয়ে তোমার কোমল সতেজ প্রাণ।

বালিকা.............. ;
তোমায় ছাড়া একাকী আমার আমি থমকে দাড়াবে ;
পুড়বে কষ্টের অনলে আজীবন,
তোমায় ছাড়া সুখ বিদায় জানাবে;
করে অ-মরণ কষ্টের বীজ বপন।

বালিকা............. ;
তোমায় ছাড়া রোজ বিষন্নতার প্রহর হবে;
হবে প্রতিনিয়তই সমস্ত রক্ত খরন,
তোমায় ছাড়া নব ইতিহাস হবে;
হবে প্রকৃত প্রেম ও প্রেমিকের মরণ।

08-11-16