বালিকা......
অশ্রুঝরা কাব্য তুমি;
বসন্তে বিষন্নতার প্রভাত ,
কষ্টের কারণ তুমি;
ঘুম না আসা রাত।
বালিকা.......
বেদনার বাদ্য তুমি;
মন ভাঙ্গা সুর,
অভিমানী অধরা কুয়াশা তুমি;
স্মৃতির গোচরে শুধুই বেদনা বেধুর.।
বালিকা.......
বন বাদড়ে চারুলতা তুমি;
মন মহুয়ার ফুল
ডুকরে আজ কাঁদে কেন হৃদয় ?
অবুঝ মনের কী ছিল ভুল ।
বালিকা......
বিরহের প্রহর তুমি ;
আমার শুষ্ক সকাল ,
আমার পাগলের প্রলাপ তুমি,
কষ্ট ভরা একাকী বিকাল।
বালিকা.......
আমার এগিয়ে চলার গতি-রোধক তুমি;
আঁকাবাঁকা গন্তব্যহীন অচেনা পথ ,
আমার বেখেয়ালি মনের খেয়ালি স্মৃতি তুমি ,
দুঃখ জড়ানো জয়হীন ব্যথার রথ।
বালিকা.......
আমার প্রতি মুহূর্তের মন খারাপের আবেগ তুমি ;
প্রশ্ন বিদ্ধ কাব্য চরণ ....
বন্ধু নামের পাষাণী তুমি.....
হৃদয় পোড়া দহন...।
রাত- 12:18
06-11-16