মনের আকাশে আজ
আধারে ঘনঘটা
বড় চিন্তায় আসক্ত
আমার হৃদয়টা।
জলছে হৃদয় পুড়ছে মন
কোন সপ্নই হচ্ছে না পূরন ,
কেন হচ্ছে এমন
জানিনা , কি কারন ।
সব আশাকি থাকবেই অপুরন
নাকি ভাবনায় ডুবে থাকবো
এভাবে আজীবন ।
দয়ালু হে বিধাতা
প্রথনা তোমার কাছে
আমাদের কে দেয়ার মত
সবি তোমার আছে ।
তবে কেন
এত ভাবনায় ডোবাও?
কেন না পাওয়ার বেদনায়
হৃদয়টাকে বার বার পোড়াও।
২৭অক্টোবর ২০১৫