তোমরা দিয়েছ নতুন পরিচয়;
দিয়েছ নতুন গৌরব,
তোমরা জিতলে জয় কোটি বাঙ্গালীর;
হারলের আক্ষেপ - বেদনায় ডুবেসব ।
একটি জয়ের কত প্রতিক্ষা ;
কত অজস্র প্রার্থনা,
একটি শতকের একা ব্যাট হাতে ন-ও
কোটি বাঙ্গালীর সাহসী কামনা।
একটি আউট কত মন খারাপ;
কত গালে হাত, কত উৎসুক কত চুপচাপ !!
নতুন প্রত্যয়ে ফির ফিরে আসা
ভাল খেলা দেখিয়ে;
বাঁচিয়ে রেখেছ অসংখ্য জয়ের আশা ।
তোমরা এগিয়ে যাও
সামনে পিছনে চারিদিক আমরা;
হারলেও আছি জিতলেও আছি
সবার বিরুদ্ধে সমান তালে এগিয়ে যাও তোমরা।
জয় শুধু একদিনের কামনা নয় ;
কামনা প্রতি খেলায়..
জয় ছিনিয়ে মুক্ত বনে;
পরিণত কর কোটি বাঙ্গালী কে আনন্দ মেলায়..
শুভ কামনা তোমাদের জন্য সব সময়-ই